ডেঙ্গিতে আক্রান্ত সুব্রত হাসপাতালে

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্য। তিন-চারদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।

Must read

প্রতিবেদন : ডেঙ্গিতে (dengue) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya) । তিন-চারদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, সুব্রতর প্লেটলেট অনেকটা কমে গিয়েছে। বেশ দুর্বলতা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশঙ্কার কিছু নেই। আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন তারকা ফুটবলার।

আরও পড়ুন-আইসিসিতেও নেই সৌরভ, বোর্ডের মসনদে বিনি, শুভেচ্ছা ক্রিকেটমহলের

পরিবারের এক সদস্য বললেন, ‘‘তিন-চারদিন ধরে জ্বরে ভুগছিলেন। বেশ দুর্বলও হয়ে পড়েছিলেন। যে কারণে মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কিছু নেই।’’ সুব্রত ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে ময়দান।

Latest article