সংবাদদাতা, বীরভূম: ‘মায়ের আশীর্বাদে মমতা লক্ষাধিক ভোটে জিতবে। আগে কে ছিলেন জানি না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে এই মুহূর্তে মমতার সমকক্ষ কেউ নেই। বিজেপি সিবিআই অমুক-তমুক ব্যবহার করছে এবং সেটা চলবে আমরা জানি।’ তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর বললেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত বলেন, ‘রাজ্যের, ভারতের ও দশের মঙ্গল এবং আমরা যে দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি। তা থেকে মা আমাদের দ্রুত মুক্তি দেবেন, বঙ্গবাসীদের রক্ষা করবেন। মায়ের কাছে এই প্রার্থনাই করলাম। এবার ভবানীপুর উপনির্বাচনে মায়ের আশীর্বাদে লক্ষাধিক ভোটে জয়ী হবেন মমতা। পৃথিবীর কোনও শক্তি নেই তাঁকে আটকাবার।’ এদিন পুজো দিয়ে সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক সারেন মন্ত্রী। ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন আধিকারিক।