প্রয়াত সাহারা ইন্ডিয়ার (Sahara India) স্রষ্টা সুব্রত রায় (Subrata Roy)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বহুদিন ধরে ক্যানসার-সহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ১২ই নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মঙ্গলবার ১৪ই নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর সোশ্যাল মিডিয়া পোস্ট, আম আদমি পার্টিকে শোকজ নির্বাচন কমিশনের
সাহারা ইন্ডিয়া পরিবারের তরফে একটি বিবৃতি দিয়ে মৃত্যুর খবর জানানো হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। বহু দিন ধরেই ক্যানসার, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, মধুমেহ ছাড়াও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সমাজবাদী পার্টি।
আরও পড়ুন-প্রয়াত পাহাড়ের লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসং তামসাং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
১৯৪৮ সালের ১০ জুন বিহারের আরারিয়াতে সুব্রত রায়ের জন্ম। গোরক্ষপুর টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। ১৯৭৬ সালে চিটফান্ড সংস্থা ‘সাহারা ফিনান্স’ অধিগ্রহণ করেন। ১৯৭৮ সালে নাম বদলে হয় ‘সাহারা পরিবার’। তাঁর হাত ধরেই আর্থিক প্রতিষ্ঠান, আবাসন শিল্প, সংবাদমাধ্যম এবং হোটেল ব্যবসা-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি হয়। কয়েক বছর পরেই হাত দেন তাঁর স্বপ্নের প্রকল্পে। পুণেতে ১০ হাজার একরেরও বেশি জায়গা জুড়ে ‘অ্যাম্বি ভ্যালি প্রকল্প’ শুরু হয়। তিনি একটি টিভি চ্যানেলও চালু করেন। সুব্রত রায় লন্ডনের গ্রসভেনর হাউস হোটেল এবং নিউ ইয়র্কের প্লাজা হোটেলের মতো নামী হোটেল অধিগ্রহণ করেন।