সংবাদদাতা, বহরমপুর : সাগরদিঘির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহার অকালমৃত্যুতে গভীরভাবে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণেই মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছিল। সোমবার সাগরদিঘির সেই সভাস্থল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি খুবই স্বল্প সময়ের নোটিশে সাগরদিঘি এসেছেন। বললেন, সুব্রত সাহার অকাল প্রয়াণ হয়েছে।
আরও পড়ুন-রাজ্য পুলিশ প্রশাসনের তৎপরতা, আটকে-পড়া ভেসেল থেকে উদ্ধার হলেন ৬০০ পুণ্যার্থী
প্রথম থেকে সুব্রত সাহা তাঁর সঙ্গে রাজনীতি করছেন। সেই সুব্রত সাহার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত তিনি। ওঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর আক্ষেপ, তবে সুব্রত সাহা যদি একটু শরীরের যত্ন নিতেন, তাহলে আরও দশ বছর বেঁচে যেতেন। মুখ্যমন্ত্রী বললেন, বয়স হলেই যে সবার হার্ট অ্যাটাক হয় এমনটা নয়। আজকাল অল্প বয়সেও অনেকের হার্ট অ্যাটাক হয়। উচ্চ রক্তচাপ ধরা পড়লেই সেক্ষেত্রে নিয়মিত প্রেসারের ওষুধ খাওয়া উচিত। নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তাছাড়া রাজ্যে কোটি কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা পান সরকারি হাসপাতালগুলো থেকে। এইসব সরকারি হাসপাতালগুলোয় ভাল ভাল চিকিৎসকও রয়েছেন। তাঁদের পরামর্শ নেওয়া যেতেই পারে। প্রত্যেকেরই উচিত নিজের নিজের শরীরের যত্ন নেওয়া, খেয়াল রাখা।
আরও পড়ুন-শতাব্দীপ্রাচীন বুলবুল লড়াইয়ে মাতোয়ারা পুণ্যার্থীরা
মুখ্যমন্ত্রী আরও বলেন, সুব্রত সাহা ভাল লোক ছিলেন। সাগরদিঘির জন্য অনেক কিছু করেছেন তিনি। তাঁকে হারিয়ে দলের ক্ষতি হল। এদিনের সভায় প্রয়াত বিধায়ক সুব্রত সাহার স্ত্রী নমিতা সাহ ও ছেলে সপ্তর্ষি সাহা মঞ্চে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে নিজেদের খেয়াল রাখতে বলেন।