ভরতুকি ছাঁটাই

শিল্পক্ষেত্রে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে চলেছে বাংলাদেশ। গ্যাস ও বিদ্যুৎ ক্ষেত্রে ভরতুকি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Must read

শিল্পক্ষেত্রে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে চলেছে বাংলাদেশ। গ্যাস ও বিদ্যুৎ ক্ষেত্রে ভরতুকি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আপাতত শিল্পক্ষেত্রেই ভরতুকি কমানোর সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার। যদিও আমজনতার আশঙ্কা, এই মুহূর্তে বাণিজ্যিক বা শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতের ভরতুকি কমানোর সিদ্ধান্ত হলেও আগামিদিনে সাধারণ মানুষের ব্যবহৃত বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও পড়ুন-Pegasus: কমিটির রিপোর্ট জমা, আজ শুনানি সুপ্রিম কোর্টে

অর্থাৎ সেক্ষেত্রে বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ ও রান্নার গ্যাসের দাম অনেকটাই বাড়বে। মঙ্গলবার দেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, শিল্পসংস্থা ও বাণিজ্যিকভাবে যাঁরা গ্যাস ও বিদ্যুৎ ব্যবহার করেন তাঁরা গরিব নন। তাই তাঁদের জন্য সরকার ভরতুকি দেবে না। পাশাপাশি দেশের বিভিন্ন অভিজাত এলাকায় বসবাসকারীরাও আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল। তাঁদের ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতেও ধাপে ধাপে ভরতুকি কমানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Latest article