শচীনের টিপসেই সাফল্য: মুরুগান অশ্বিন

তিনি কখনও ব্রেবোর্নে খেলেননি। তাই দিল্লি ম্যাচের আগে ক্রিকেট কিংবদন্তির কাছে ব্রেবোর্নের উইকেট নিয়ে জানতে চেয়েছিলেন।

Must read

মুম্বই, ২৮ মার্চ : তিনি কখনও ব্রেবোর্নে খেলেননি। তাই দিল্লি ম্যাচের আগে ক্রিকেট কিংবদন্তির কাছে ব্রেবোর্নের উইকেট নিয়ে জানতে চেয়েছিলেন। শচীন তেন্ডুলকর তাঁকে ব্রেবোর্ন নিয়ে অনেক টিপস দিয়েছিলেন। যা কাজে লাগিয়ে দিল্লির বিরুদ্ধে ১৪ রানে ২ উইকেট নিয়েছেন মুরুগান অশ্বিন।

আরও পড়ুন-ইতালির কোচ থাকছেন মানচিনিই

‘‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পেরে আমি খুশি। আমি এই ফ্র্য্যাঞ্চাইজির ফ্যান ছিলাম বরাবর। শচীন স্যারের হাত থেকে মুম্বইয়ের ক্যাপ নেওয়া স্বপ্নের মতো ছিল। ওঁর সঙ্গে উইকেট নিয়ে অনেক কথা বলেছিলাম। আমি এখানে আগে খেলিনি। শচীন স্যারের পরামর্শ দারুণ কাজে লেগেছে’’। বলেন মুরুগান।

অক্ষর পাটেল ও ললিত যাদবের ঝোড়ো বাটিংয়ের কাছে শেষপর্যন্ত হেরে গিয়েছে মুম্বই। তবে মুরুগান বলছেন, তাঁরা ঘুরে দাঁড়াবেন। তাঁর মতোই এই মাচে দিল্লির কুলদীপ যাদবও সাফল্য পেয়েছেন। মুরুগানের বক্তব্য, তাঁরা দু’জনেই ব্যাটসম্যানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। সাফল্য এসেছে এতেই।

Latest article