গোয়ালিয়র, ৭ অক্টোবর : তিন বছর পর জাতীয় দলে ফিরেই বল হাতে ভেল্কি দেখালেন বরুণ চক্রবর্তী। ভারতীয় ‘রহস্য স্পিনার’ টিম ইন্ডিয়ার হয়ে শেষবার খেলেছিলেন ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ। তার পর থেকেই দলে ব্রাত্য ছিলেন তিনি। কিন্তু রবিবার গোয়ালিয়রে ৩ উইকেট শিকার করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন মুহূর্তটাকে স্মরণীয় করে রাখলেন বরুণ।
নিজেদের সাফল্যের রহস্য ফাঁস করতে গিয়ে বরুণ জানাচ্ছেন, বোলিংয়ের ধরন বদলেই সাফল্য পেয়েছেন। আর এর পিছনে রবিচন্দ্রন অশ্বিনের বড় ভূমিকা রয়েছে। তাঁর বক্তব্য, ‘‘আগে আমি সাইড স্পিন বেশি করতাম। মানে বল ছাড়ার সময় আঙুলের ব্যবহার বেশি করতাম। কিন্তু এখন তা বদলে ফেলেছি। আমি এখন অনেক বেশি ওভার স্পিন করি। অর্থাৎ বল ডেলিভারির সময় হাতের তালুকে ব্যবহার করি। এতে আমার নিয়ন্ত্রণ আগের থেকে অনেক বেশি ভাল হয়েছে। ঘূর্ণির পাশাপাশি পিচে পড়ে বল বাড়তি বাউন্স করছে। তাতেই আমার বল খেলতে গিয়ে ব্যাটাররা সমস্যায় পড়ছে।’’
তবে নিজের বোলিংয়ে এই পরিবর্তন আনার জন্য প্রচুর খাটতে হয়েছে বরুণকে। অবশেষে ফল পাচ্ছেন। বরুণ বলছেন, ‘‘অনেকেই বলতে পারেন, এটা আর কী এমন বদল! কিন্তু এটা রপ্ত করতে আমার দু’বছর সময় লেগেছে। শুরুতে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে এভাবে বোলিং করেছি। ওখানে অশ্বিন ভাইয়ের সঙ্গে বোলিং নিয়ে অনেক আলোচনা করেছি। ওঁর পরামর্শ মেনেই নিজেকে তৈরি করেছি।’’ গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বরুণ। দলের হয়ে সর্বোচ্চ ২১ উইকেট ঝুলিতে পুরেছিলেন। তিনি বলেন, ‘‘আইপিএলে যে প্রক্রিয়া অনুসরণ করে সফল হয়েছি, সেভাবেই এখানে বল করেছি। বলতে পারেন, আইপিএলের সাফল্য আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।’’
অশ্বিন-মন্ত্রেই সাফল্য : বরুণ
কিন্তু রবিবার গোয়ালিয়রে ৩ উইকেট শিকার করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন মুহূর্তটাকে স্মরণীয় করে রাখলেন বরুণ।