প্রতিবেদন : ফের নামজাদা স্কচ পুরস্কার জিতে নিল বাংলা। শিক্ষাক্ষেত্রের পর এবার সেরার শিরোপা পেল রাজ্যের শিল্প দফতর। বিরোধীদের মুখে চুনকালি লাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা দুর্বার গতিতে ছুটছে। তারই প্রমাণ, স্কচ-স্বীকৃতি। মুখ্যমন্ত্রী স্বয়ং ট্যুইট করে জানিয়েছেন স্কচ প্রাপ্তির খবর। শিল্প ক্ষেত্রে অসামান্য কাজের জন্য স্কচ-এর স্টার অফ গভর্ন্যান্স পুরস্কার দেওয়া হবে বাংলাকে। ইজ অফ ডুয়িং বিজনেস ক্যাটেগরিতে দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলাই।
আরও পড়ুন-আবারও দেশের সেরা বাংলা
আগামী ১৮ জুন দিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যের হাতে। জানা গিয়েছে, শিল্প সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানে অনলাইন পরিষেবা শুরু, শিল্পের ক্ষেত্রে ৫০০টি নতুন নীতি প্রণয়ন-সহ একাধিক ক্ষেত্রে সাফল্যের জন্য পশ্চিমবঙ্গকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ১০০টি অনলাইন পরিষেবা, প্রায় ৫০০টি শিল্প-সংক্রান্ত সমস্যা দূরীকরণ নীতি-সহ অন্যান্য কাজের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে রাজ্যকে। এর আগে সম্প্রতি বুনিয়াদি শিক্ষা ক্ষেত্রেও অসামান্য অবদানের জন্য স্কচ পুরস্কার জিতেছে রাজ্য। পর্যটনেও পেয়েছে স্কচ গোল্ডেন পুরস্কার। উন্নয়নমূলক কাজের জন্য দেওয়া হয় পুরস্কার।