প্রতিবেদন : প্রযুক্তিগত ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে। বাংলায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিস নতুন ইউনিট খুলতে চলেছে। তারা কলকাতায় গবেষণা, উন্নয়ন এবং টেস্টিং সুবিধার কার্যক্রম শুরু করবে খুব শীঘ্রই। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে ইন্টার্নশিপ প্রোগ্রামও করবে। এই শিল্পের সৌজন্যে বাংলা উঠে আসছে প্রযুক্তির শীর্ষে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার শিল্পে সূচনা হচ্ছে নতুন যুগের।
আরও পড়ুন-বাংলা-বিরোধী বিজেপি চলছে ভয়ঙ্কর চক্রান্ত
সম্প্রতি মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সেমি কন্ডাক্টর শিল্পের উত্তরণের পথ খুলে গিয়েছে। গ্লোবাল ফাউন্ড্রিজ নতুন স্বপ্ন নিয়ে আসছে কলকাতায়। পুজোর আগেই তারা নতুন ইউনিটের কাজ শুরু করবে সল্টলেকের আইটি পার্কে। প্রায় ১৯,০০০ বর্গফুট জমি হস্তান্তর করছে রাজ্য সরকার। এছাড়া গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার পলিসি অনুযায়ী উন্নত প্রযুক্তির কাজ হবে। সানটেক গ্লোবাল ইনকর্পোরেটেড সেমি কন্ডাক্টর ও ন্যানো ইলেকট্রনিক্সের অগ্রণী সংস্থাও কলকাতায় তাদের কার্যক্রম শুরু করতে বিশেষ আগ্রহী। মার্কিন সেমিকন্ডাক্টর উৎপাদনকারী সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজ ইতিমধ্যেই প্রায় ১৩ হাজার বর্গফুট এলাকায় একটি ইউনিট গড়ে তুলেছে। আরও ১৯ হাজার বর্গফুট জায়গায় নতুন ইউনিট করতে উদ্যোগী। এই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম বাংলার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নতুন বিপ্লব আনবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তৈরি করবে। বাংলার যুবকদের কাছে খুলে যাবে কর্মসংস্থানের সুযোগ। রাজ্য ইতিমধ্যেই গ্লোবাল ফাউন্ড্রি, স্টার্টআপ, অ্যাকাডেমিয়া এবং অন্যান্য শিল্পের সঙ্গেও কাজ করছি। এছাড়া গ্লোবাল ফাউন্ড্রি এবং বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের কাজ চলছে।