সিআইডির সাফল্য, গরুপাচার মামলায় ধৃত খাটালমালিক

শনিবার সিআইডির তরফ থেকে জেনারুলকে জিজ্ঞাসাবাদের জন্য ফের একবার বহরমপুরে ডেকে পাঠানো হয়। সেখানে রাতে তাকে গ্রেফতার করা হয়।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : গরুপাচার মামলায় শনিবার রাতে সিআইডি জেনারুল শেখ নামে এক খাটালমালিককে বহরমপুর থেকে গ্রেফতার করল। তিন বছর আগে রঘুনাথগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার জেনারুলকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, গরুপাচার চক্রের মূল পাণ্ডা এনামুল হক গ্রেফতার হওয়ার পর জঙ্গিপুর মহকুমায় কর্মরত কাস্টমস এবং বিএসএফ অফিসারদের ‘ম্যানেজ’ করে বাংলাদেশে গরুপাচারের কারবার চালায় জেনারুল। ২০১৯-এ বড়শিমুল গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি খাটাল চালানোর দায়িত্ব পান জেনারুল।

আরও পড়ুন-বিজেপির গোষ্ঠীকোন্দল, জেলা অফিসে নেতায়-নেতায় মারপিট

প্রায় এক মাস আগে একটি গরুপাচার মামলার তদন্তভার হাতে নেওয়ার পর কয়েক দফায় সিআইডির অফিসাররা মুর্শিদাবাদে এসে কয়েকজন গ্রামপঞ্চায়েত প্রধান এবং খাটালমালিকের সঙ্গে কথা বলেন। এই তালিকায় জেনারুলও ছিল।
শনিবার সিআইডির তরফ থেকে জেনারুলকে জিজ্ঞাসাবাদের জন্য ফের একবার বহরমপুরে ডেকে পাঠানো হয়। সেখানে রাতে তাকে গ্রেফতার করা হয়।

Latest article