রাজ্য পুলিশের সাফল্য: অস্ত্র-কার্তুজের উৎস বিবাদী বাগের দোকানে

Must read

প্রতিবেদন : আবার বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রি করার দায়ে গ্রেফতার শতাব্দীপ্রাচীন অস্ত্রবিক্রেতা এন সি দাঁয়ের দোকানের তিন মালিক। রাজ্য পুলিশের এসটিএফের (west bengal police) আরেক বড় সাফল্য। তিনজনকে গ্রেফতারের সঙ্গে দোনলা ও একনলা ৪১টি বন্দুকও উদ্ধার করেছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে দোকান। ঘটনা হল, বেআইনি অস্ত্র বিক্রির অভিযোগে এর আগেও এই দোকানের নাম জড়িয়েছে। বিবাদী বাগ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দোকানের তিন মালিক সুবীর দাঁ, অভি দাঁ ও সুব্রত দাঁকে গ্রেফতার করা হয়েছে। সপ্তাহতিনেক আগে খড়দহের রিজেন্ট পার্ক এলাকার একটি আবাসন থেকে বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। তদন্তে নামে এসটিএফ। তখনই রহস্য ফাঁস। বিপুল অস্ত্র আসত এই বিবাদী বাগের দোকান থেকে। এমনকী দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকেও এই দোকানের বন্দুক, কার্তুজ উদ্ধার হয়। সেই কাণ্ডে এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছিল এবং দোকানটি সাময়িকভাবে বন্ধ হয়।

আরও পড়ুন- দু’দফায় নির্বিঘ্নে পরীক্ষার জন্য প্রস্তুত প্রশাসন: ৩৫,৭২৬ পদে নিয়োগ

Latest article