ইউপিএসসি, সফল ৭ পড়ুয়া

Must read

প্রতিবেদন : গত বছরের ইউপিএসসি (UPSC) পরীক্ষায় রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে সাত জন সফল হয়েছেন। পনেরোজন সফল পরীক্ষার্থীর নামের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে রাজ্যের ঐশী মণ্ডল, ব্রততী দত্ত, রিমীতা সাহা, পারমিতা মালাকার, অঙ্কিত আগরওয়াল, গৌতম ঠাকুরি, অনুষ্কা সরকার ও মহম্মদ বুরহান জামান এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে রাজ্য সরকারের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখ্য, জাতীয় স্তরে সিভিল সার্ভিস পরীক্ষায় রাজ্যের মেধাবী তরুণ প্রজন্মের মধ্যে সাফল্য আনতে রাজ্য সরকার ২০১৪ সালে তাদের প্রশিক্ষণ দিতে সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের সূচনা করেছিল। পরবর্তী সময়ে ২০২১ সালে সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলির নাম পরিবর্তন করে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার করা হয়।

আরও পড়ুন-আইসক্রিম খেয়ে বর্ধমানে অসুস্থ শিশু-সহ প্রায় ৩০, হাসপাতালে ২

Latest article