সফল ইসরো

বছরের শুরুতেই বড়সড় সাফল্য পেল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

Must read

বছরের শুরুতেই বড়সড় সাফল্য পেল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশ পাড়ি দিল পিএসএলভি-সি-৫২ রকেট। এই রকেটে করে তিনটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। পিএসএলভি-সি-৫২ এদিন তিনটি কৃত্রিম উপগ্রহকেই মহাকাশে তাদের নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে।

আরও পড়ুন-কমল সংক্রমণ

এদিন যে তিনটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে তার মধ্যে ইওএস-০৪ কৃষি, সবুজায়ন, মাটির আর্দ্রতা, জলের উৎসের সন্ধান ও বন্যা নিয়ন্ত্রণের রূপরেখা তৈরি করতে বিজ্ঞানীদের সাহায্য করার জন্য মহাকাশ থেকে ছবি তুলে পাঠাবে। অপর দুটি কৃত্রিম উপগ্রহের নাম ইনস্যাট-২টিডি এবং ইন্সপ্যায়ারস্যাট-০১। এই দুই উপগ্রহ আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরজগতের তাপমাত্রা নিয়ে গবেষণা করবে। এদিনের সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সংস্থার সব কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Latest article