এত বড় নিয়োগ প্রক্রিয়া তিনমাসের মধ্য়ে সম্ভব নয়। সুপ্রিম কোর্টে এসএসসি-র (SSC) শিক্ষক নিয়োগ মামলায় ২০১৬-র পুরো প্যানেলটাই বাতিলের পরের দিন সাংবাদিক বৈঠক করে এই কথা জানান এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, সুপ্রিম কোর্টেও তিন মাসের কথা সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ নেই। তবে, রাজ্যের তরফে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু বার্তা এসেছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে এসএসসির (SSC) চেয়ারম্যান স্পষ্ট জানান দেন, এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন ২৬ লক্ষ প্রার্থী। পরীক্ষায় বসেন প্রায় ২২ লক্ষ। এঁদের মধ্যে নবম-দশমের এক লক্ষ ৪১ হাজার এবং একাদশ-দ্বাদশের দেড় লক্ষ প্রার্থী রয়েছেন। তাই এত বড় নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্য়ে সম্ভব নয়।“
আরও পড়ুন- ৪০ ঘণ্টা পার, তুরস্কের বিমানবন্দরে আটকে প্রায় ৩০০! উৎকণ্ঠায় যাত্রীরা
শীর্ষ আদালতের রায় উল্লেখ করে সিদ্ধার্থ মজুমদার জানান, “তিন মাসের কথা সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ নেই। এটা একটা বড় প্রক্রিয়া। এটা তিন মাসের মধ্যে সম্ভব নয়।“
একই সঙ্গে এসএসসির চেয়ারম্যান জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া আমরা শুরু করি, রাজ্য সরকার সেই বার্তা থেকে এসেছে।“ তা হলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কবে? সেই প্রশ্নের উত্তরে এসএসসির চেয়ারম্যান বলেন, “দু’এক সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তার জন্য আমরা প্রস্তুত। আইনজীবীর সঙ্গে, সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।“