প্রতিবেদন : সিআইআই-এর (CII) ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের নতুন চেয়ারপার্সন হলেন সুচরিতা বসু (Sucharita Basu)। তিনি ল ফার্ম অ্যাকুইল-র ম্যানেজিং পার্টনার। এই প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা। কলকাতা ছাড়াও দিল্লি এবং মুম্বইয়েও এই আইনি সংস্থার পরিচিতি লক্ষণীয়। বাণিজ্য বিষয়ক আইন ছাড়াও আবাসন শিল্প, পরিকাঠামো বিষয়ক আইন এবং বিভিন্ন বিষয়ে নীতিনির্ধারক হিসেবে বিশেষ দক্ষতা শিল্প এবং বাণিজ্য মহলে বিশেষ স্বীকৃতি এনে দিয়েছে তাঁকে। আইনজীবী হিসেবে অনেক বৃহৎ বাণিজ্যিক সংস্থারই বিভিন্ন জটিল সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা নিতে দেখা গিয়েছে সুচরিতা বসুকে। রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও পরামর্শদাতা হিসেবে তাঁর তৎপরতা বিশেষ প্রশংসা পেয়েছে। ব্যক্তিগত ক্ষেত্রেও পরামর্শদাতা হিসেবে সুচরিতা বসুর (Sucharita Basu) গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে তাঁর ভূমিকা ২০১৫-১৬ সাল থেকেই। সংস্থার নতুন ভাইস চেয়ারম্যান হলেন সন্দীপ কুমার।
আরও পড়ুন:গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখছে বিজেপি