প্রতিবেদন: ঘুম ভাঙতেই রিমঝিম বৃষ্টির শব্দ কানে এল দিল্লিবাসীর। ডিসেম্বরের শেষ সপ্তাহে অকাল বৃষ্টিতে নাজেহাল দিল্লি সহ আশ-পাশের বিস্তীর্ণ এলাকা। সোমবার সকাল থেকেই দিল্লি, গাজিয়াবাদ, ফরিদাবাদ, নয়ডা, গুরুগ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রচুর বৃষ্টি হয়। এর জেরেই রাতারাতি নেমে যায় রাজধানীর তাপমাত্রা। চলতি সপ্তাহে আবার দিল্লিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে, জানিয়েছে দিল্লির মৌসম ভবন। এমনিতেই জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে এখন শৈত্য প্রবাহের প্রকোপ চলছে।
আরও পড়ুন-হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি বাংলাদেশের
শ্রীনগরে গত ৫০ বছরের মধ্যে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে, যেখানে দিনের বেলায় তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস-এ। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহের লাগাতার বৃষ্টি দিল্লি সহ আশেপাশের এলাকায় শৈত্যপ্রবাহের পরিবেশ তৈরি করতে পারে, এমনই দাবি জানানো হয়েছে মৌসম ভবনের তরফে। লাগাতার বৃষ্টির আবহে রাজধানী দিল্লি এবং তার সংলগ্ন এলাকার বায়ুদূষণ কিছুটা কমতে পারে বলে অনুমান করছেন পরিবেশবিদদের একটা বড় অংশ। এদিন অবশ্য দিল্লির বেশির ভাগ এলাকাতেই বায়ুদূষণের অবস্থা ছিল মারাত্মক খারাপ। দিল্লির আনন্দ বিহারের একিউআই ছিল ৪৩৯, অশোক বিহারে ৪৫৬, মথুরা রোডে ৪০৬, বাওয়ানায় ৪৭৬।