প্রয়াত লবনহ্রদ সংবাদের সম্পাদক সুধীর দে (sudhir dey)। আজ, শুক্রবার ভোর ৩ টে নাগাদ চলে গেলেন তিনি। সল্টলেকে নিজের বাড়িতেই ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই সম্পাদক। তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান বিধাননগরের বিধায়ক ও মন্ত্রী সুজিত বসু। মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ অসংখ্য গুণমুগ্ধরা। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৯১ বছর। রেখে গেলেন তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা। জার্মানিতে ইঞ্জিনিয়ার হিসেবে দু’দশকেরও বেশি কর্মরত হিসেবে থাকার পর দেশে ফিরে আসেন সুধীর দে। নয়ের দশকের সল্টলেকের মানুষদের কথা ভেবেই মূলত চালু করেন লবণহ্রদ সংবাদ নামক পত্রিকা। ১৯৯০ সালের জানুয়ারিতে শুরু হওয়া এই পত্রিকা দ্রুত জনপ্রিয়তা পায়। এখনও পর্যন্ত এটি জনপ্রিয়তার শিখরে রয়েছে। একার হাতেই সবটা সামলাতেন তিনি। এই পত্রিকা জন্ম দিয়েছেন বহু সাংবাদিকের। সুধীর দেকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, একটা যুগের অবসান হলো। তাঁর কথায়, আমি যখন প্রথম দায়িত্ব পাই আমি সুধীর দার কাছে এসেছিলাম পরামর্শ নিতে কিভাবে কাজ করবো জানতে। উনি বলেছিলেন দলমত নির্বিশেষে সকলের হয়ে উঠতে হবে। বিধাননগর অন্তপ্রাণ ছিলেন উনি। আমরাও সুধীর দাকে শ্রদ্ধা করতাম সকলেই। এরকম মানুষ বিরল। পরিবারের ইচ্ছে মতো নিমতলা শ্মশানেই শেষ কৃত্য সম্পন্ন হবে সম্পাদক সুধীর দের (sudhir dey)।
আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই বেসামাল বিজেপি, ফের ইডির তলব