প্রতিবেদন : এনডিএ সরকারের তুঘলকি সিদ্ধান্ত মানবে না তৃণমূল কংগ্রেস। শপথে প্রোটেম স্পিকারের সহায়ক হয়ে সভা পরিচালনা করবেন না লোকসভায় তৃণমূলের দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার এখবর জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ও জাতীয় মুখপাত্র সাংসদ ডেরেক ও’ব্রায়েন। দলের স্পষ্ট বক্তব্য, প্রোটেম স্পিকার নিয়ে বিরোধীদের সঙ্গে কোনও আলোচনাই করেনি এনডিএ সরকার।
আরও পড়ুন-ফের কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী, শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ
আলোচনা না করেই তারা বিজেপির ভর্ত্রুহরি মহতাবকে প্রোটেম স্পিকার করার সিদ্ধান্ত নিয়েছে। এই অগণতান্ত্রিক তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধেই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের শরিকরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রোটেম স্পিকারের চেয়ারে বসবেন না কে সুরেশ এবং টিআর বালুও। সংসদে শপথগ্রহণে সহায়তা করার জন্য এই তিনজনের নাম মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু এনডিএ সরকারের অপমানজনক সিদ্ধান্তের প্রতিবাদে ওই চেয়ারে বসে সভা পরিচালনা না করার সিদ্ধান্তই নিয়েছে তৃণমূল কংগ্রেস-সব অন্যরা। এই পরিস্থিতিতে নতুন করে প্রোটেম স্পিকার নিয়ে এনডিএর তরফে সিদ্ধান্তের বদল হয় কিনা সেই দিকেই লক্ষ্য রাখা হচ্ছে। ২৪ জুন থেকে লোকসভার বাদল অধিবেশন শুরু হতে যাচ্ছে। নতুন অধিবেশনের শুরু থেকেই সরকারকে একাধিক ইস্যুতে চেপে ধরতে প্রস্তুতি নিয়েছে বিরোধীরা। আগের মতো সরকারের একতরফা সিদ্ধান্ত যে চলবে না তা স্পষ্ট করে দেওয়া হবে প্রতি পদক্ষেপে।