প্রতিবাদে যাবেন না সুদীপ

Must read

নবনীতা মন্ডল, নয়াদিল্লি : সংসদের কমিটি রদবদলে দুই কক্ষ মিলিয়ে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে কোনও সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হয়নি। পাশাপাশি তৃণমূল সাংসদদের অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এই পদ্ধতি ত্রুটিপূর্ণ অভিযোগ করে এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় খাদ্য, গণবণ্টন ও ক্রেতা সুরক্ষা মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির ‘স্টাডি ট্যুর’ থেকে সরে দাঁড়াচ্ছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। আগামী ৯-১০ জানুয়ারি কমিটির এই প্রথাগত স্টাডি ট্যুর আয়োজিত হতে চলেছে শহর কলকাতায়। নিজের শহরে ‘স্টাডি ট্যুর’ হলেও তাতে অংশ নেবেন না বলে জানিয়েছেন বর্ষীয়ান সুদীপবাবু। তিনি বলেছেন, দ্বিতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে রাজনীতি করা হচ্ছে। পাঁচবারের সাংসদ হওয়ার পরও এই অন্যায় কেন তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন সুদীপবাবু (Sudip Bandyopadhyay)। তখন সংসদবিষয়ক মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রসঙ্গ টেনে আনেন। এসম্পর্কে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের সঙ্গে কথা বলার পর তিনি আমাদের স্পষ্ট জানিয়েছেন, ইতিমধ্যেই ৯টি কমিটির চেয়ারম্যানের পদ বিরোধীদের দেওয়া হয়েছে। তারপরেও মিথ্যা প্রচার করে সংসদীয় কমিটি নিয়ে কুৎসিত রাজনীতি করছে কেন্দ্রের শাসক দল। এই পদক্ষেপ সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

আরও পড়ুন-ঠান্ডায় কাঁপছে রাজধানী, তার মধ্যেই উচ্ছেদের নোটিশ

Latest article