প্রতিবেদন: প্রাক্তন সেনাদের জন্য সুখবর। তাঁদের স্বাস্থ্য ও চিকিৎসাখাতে বাড়তি ২০০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানালেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রতিরক্ষা কনসালটেটিভ কমিটির বৈঠকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নীতিগতভাবে সম্মত হয়েছে। এখন এই খাতে বাজেট বরাদ্দ ৩৩২১ কোটি টাকা। ই সি এইচ এস নামের এই স্কিমে উপকৃত হবেন বহু প্রাক্তন সেনাকর্মী। বেঙ্গালুরুতে চলছে এই সংসদীয় কমিটির বৈঠক। এখানে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গেও তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সুদীপ এদিন যে প্রস্তাবটি দেন তা কার্যকর হলে সেনাপরিবারগুলি চিকিৎসার প্রশ্নে আরও সুরক্ষিত হবেন।