বাংলাদেশ, কেন্দ্রের সিদ্ধান্তের পাশে থাকবে তৃণমূল

নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে সংসদীয় দল, জানালেন সুদীপ

Must read

প্রতিবেদন: বাংলাদেশ ইস্যুতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করবে তৃণমূল (TMC) সংসদীয় দল। বৃহস্পতিবার সংসদভবনে দাঁড়িয়ে একথা জানিয়ে দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশ ইস্যুতে দলের অবস্থানের কথা। জানিয়ে দিয়েছেন, এটি আন্তর্জাতিক বিষয়। দুটি দেশের বিষয়। কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, পাশে থাকব আমরা। সেই সূত্রেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের অবস্থানকেই সমর্থন জানানো হবে তাদের পাশে থেকে, বুধবার দিল্লিতে একথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ দিল্লিতে তৃণমূল (TMC) সংসদীয় দলও এই নীতিই মেনে চলবে, বৃহষ্পতিবার তা মনে করিয়ে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে দাঁড়িয়ে প্রবীণ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বিদেশ মন্ত্রক সংক্রান্ত যে কোনও ইস্যুতে তৃণমূল কংগ্রেস ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানায়৷ আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করবো বাংলাদেশের হিন্দু, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে৷ বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ গ্রহণ করা ভারত সরকারেরই দায়িত্ব৷

আরও পড়ুন- স্ট্যান্ডিং কমিটির বৈঠকে জানালেন কৃষিমন্ত্রী

Latest article