প্রতিবেদন: যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি থেকে সরিয়ে দেওয়া হোক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে, দলের অবস্থান স্পষ্ট করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ ওম বিড়লাকে লেখা চিঠিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন কৃষ্ণনগরেরর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রক থেকে সরিয়ে বিদেশ মন্ত্রকের অধীনস্থ সংসদীয় কমিটির সদস্য করা হোক৷ দিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠির পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বিদেশ মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হতে পারে৷ মহুয়া মৈত্রর মত যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটি ছাড়তে চাইছেন বর্ষীয়ান সপা সাংসদ জয়া বচ্চনও৷ সূত্রের দাবি, কমিটি ছাড়ার কথা জানিয়ে তিনিও সংসদীয় সচিবালয়ে চিঠি পাঠিয়েছেন৷
আরও পড়ুন- যোগীরাজ্যে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২ শিশু-সহ ৬
উল্লেখ্য, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে৷ নিশিকান্ত দুবের সঙ্গে বিরোধী শিবিরের সম্পর্ক একেবারেই ভালো নয়৷ বারবারই নিজের আচরণের জন্য বিরোধী শিবিরের তোপের মুখে পড়েছেন বিজেপির এই সাংসদ৷ এর পাশাপাশি তৃমমূল সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে নিশিকান্তর বিবাদ পুরোনো৷ মেয়াদ শেষ হওয়ার আগেই সাংসদ পদ ছাড়তে হয়েছিল মহুয়া মৈত্রকে। মোদি সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছিল বিরোধী শিবির৷ পরবর্তীকালে ফের কৃষ্ণনগর লোকসভা আসন থেকেই জয়ী হয়ে সংসদে ফেরত আসেন মহুয়া৷ নিশিকান্ত দুবের মত বিতর্কিত সাংসদের অধীনে সংসদীয় স্থায়ী কমিটিতে কোনওভাবেই কাজ করবেন না মহুয়া, সাফ জানিয়েছে তৃণমূল। এই কারণেই লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষকে অনুরোধ জানিয়েছেন মহুয়াকে বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটিতে স্থানান্তর করতে৷
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…