জানালেন সুদীপ

তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানালেন, রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সাংসদরা ভোট দেবেন বিধানসভায়।

Must read

তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানালেন, রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সাংসদরা ভোট দেবেন বিধানসভায়। দলনেত্রীর সঙ্গে পরামর্শের পরই এই সিদ্ধান্ত হয়েছে। রাজ্য বিধানসভায় যে ভোটদান কেন্দ্র রয়েছে সেখানেই ভোট দেবেন তৃণমূল সাংসদরা। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। সেদিন শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশনও। এদিকে আবার প্রথম দিন শপথগ্রহণ করবেন আসানসোল থেকে সদ্য জিতে আসা তৃণমূলের লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা।

আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে সর্বস্তরের প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকার নির্দেশ

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, একমাত্র শত্রুঘ্ন সিনহাকেই দিল্লিতে ভোটদানের বিশেষ অনুমতি দিতে পারে দল। বাকি লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদ পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীর মতো সাংসদদের ক্ষেত্রে দলের অবস্থান কী হতে চলেছে, সে প্রশ্নের জবাবে সুদীপবাবু বলেন, শিশির অধিকারীকে তো দলত্যাগ আইনের আওতায় আনার জন্য লোকসভার অধ্যক্ষকে নোটিশ দিয়েছি। ফলে তাঁর কাছে আমাদের নোটিশ যাওয়ার কোনও প্রশ্নই নেই। যাঁরা আমাদের সঙ্গে রয়েছেন তাঁদের কাছেই নির্দেশ পাঠাব।

Latest article