সংবাদদাতা, রামপুরহাট : লোকসভার স্পিকার মনোনীত বিশ্বভারতীর সদস্যকে নাম কা ওয়াস্তে আমন্ত্রণ বিশ্বভারতীর। শুক্রবার তারাপীঠে পুজো দিতে এসে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপাচার্যের বিরুদ্ধে আচার্যের কাছে নালিশের হুমকিও দিয়েছেন।
আরও পড়ুন-বিশ্বভারতীর সমাবর্তনে রাজনীতির রঙ, কনভোকেশন, না এক্সটেনশন
তাঁর সাফ কথা, বর্তমানে যিনি উপাচার্য, উনি ওই পদের জন্য অনুপযুক্ত। সাংবাদিকদের সুদীপ বলেন, উপাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানেন না। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো মানুষকে সম্মান দেন না। আমি ওঁকে ছাড়ব না। এই ধরনের ব্যবহারের জন্য লোকসভার স্পিকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নালিশ জানাবেন। সুদীপ বলেন, সমাবর্তন অনুষ্ঠানের ৭২ ঘণ্টা আগে একটি মেইল পাঠিয়ে দায়সারা আমন্ত্রণ জানানো হয়েছে। তাতে আমার থাকার কী ব্যবস্থা আছে সেটাও উল্লেখ নেই।