অনৈতিকভাবে রাজ্যপাল কর্তৃক উপাচার্য নিয়োগের প্রতিবাদে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা অবস্থান কর্মসূচি সংঘটিত হল। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিত সাউ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী মীনাক্ষী ভট্টাচার্য সহ ছাত্র নেতৃত্ব।
আরও পড়ুন- দেশের দুই রাজ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত ১৪
এদিনের ধর্ণামঞ্চ থেকে বিশ্বভারতীর উপাচার্যকে চড়া সুরে আক্রমণ শানালেন সুদীপ রাহা। “বিদ্যুতের ভোল্টেজ কমাবো” পোস্টার নিজে হাতে লিখে এদিন তিনি বলেন বিজেপির দালালি করছেন এখানকার উপাচার্য। তাঁর অভিযোগ “বিশ্বভারতীকে (Visva Bharati University) অচলায়তন করে তুলেছেন বিদ্যুৎ চক্রবর্তী”। তিনি আরও বলেন, ” এই অচলায়তন ভাঙতে আমরা পঞ্চক হয়ে লড়াই করব। রবীন্দ্রনাথের মাটিকে যক্ষপুরী হতে দেব না। আমাদের মেয়েরা নন্দিনীর মতো এখানে পলাশ ফোটাবে।” এদিনের সভা থেকে অমর্ত্য সেনকে অসম্মান করা নিয়েও সুর চড়িতেছেন সুদীপ। তিনি বাংলা তথা ভারতের গর্ব। আমাদের গরিমাকে আমরা অসম্মানিত করতে দেব না।