সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: যেভাবে সংসদের চলতি অধিবেশন বারবার অচল হচ্ছে তার জন্য মোদি সরকারের পাশাপাশি কংগ্রেসের অবদানও কম নয়৷ এই প্রসঙ্গেই কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, কংগ্রেসের বরাবরের স্বভাব হল ওরা নিজেদের সিদ্ধান্ত অন্য দলের উপরে চাপাতে চায়৷ আমরা তা মানব কেন? আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্থির করে দিয়েছেন বাংলার বঞ্চনার ইস্যুতে আমরা এবারের সংসদীয় অধিবেশনে সরব হব৷ রাজ্যের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে৷ তাঁদের সমস্যার কথা সংসদে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ৷ আমাদের দলের এই অবস্থান কংগ্রেসকে আগেই জানানো হয়েছে৷ তারপরেও কংগ্রেসের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি৷ এটা দেখার পরে আমরাও নিজেদের অবস্থানে অনড় আছি৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নিজে দু’বার মেসেজ করে আমাকে আলোচনার জন্য ডেকেছেন৷ আমি খুব একটা উত্সাহ দেখাইনি৷ কংগ্রেস তাদের ইস্যুকে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারছে না৷ এই প্রসঙ্গেই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, মোদি সরকারও কংগ্রেসের পিছনে লাইন দিয়ে সংসদ অচল করছে৷ দুর্নীতির ইস্যু নিয়ে কীভাবে সংসদে আলোচনা করা হবে তা স্থির করার জন্য কংগ্রেসের উচিত সংসদের বিষয় উপদেষ্টা কমিটি বা বিএসি-তে উথ্বাপন করা, দাবি জানান সুদীপ৷
আরও পড়ুন-সময়ের আগেই বরফে ঢাকা পড়ল সিমলা
ঘটনা হল, তৃণমূল কংগ্রেসের মতো সমাজবাদী পার্টিও কংগ্রেসের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ৷ ইতিমধ্যেই অখিলেশ যাদবের দলের তরফে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়েছে৷ সপার সাংসদরা তাঁদের নিজেদের রাজ্যের দাবিদাওয়া নিয়েই সোচ্চার হবেন সংসদের উভয় কক্ষে, দাবি জানানো হয়েছে সপার তরফে৷ এর পরে আরও চাপে পড়েছে কংগ্রেস হাইকমান্ড৷