খুনের চক্রান্ত হয়েছিল। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। শুক্রবার রাতে দিল্লিতে বসে এক অডিও বার্তায় হত্যার সেই ষড়যন্ত্র ফাঁস করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ‘গণ অভ্যুত্থানে’ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা এবং রেহানাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
অডিও বার্তায় হাসিনা (Sheikh Hasina) জানান, হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, ” ২০-২৫ মিনিটের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি। আমি মনে করি ২১ অগাস্টের হত্যাকাণ্ড, কোটালীপাড়ায় বোমা হামলা, অথবা ২০২৪ সালের ৫ অগাস্টে বেঁচে থাকা, অবশ্যই আল্লাহর ইচ্ছা। আল্লাহর হাত ছিল, না হলে আমি এবার বেঁচে থাকতাম না। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনও বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশছাড়া, ঘরছাড়া- সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।”
আরও পড়ুন- ১৬২ দিনের মাথায় রায়দান: আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয়ই! সোমে সাজা ঘোষণা
২০২৪ সালে জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। আন্দোলনে নামে ছাত্ররা। মৃত্যু হয় কমপক্ষে ৬০০ জনের। এই ছাত্র আন্দোলনকে হাতিয়ার করেই ছক কষা হয়েছিল হাসিনাকে গদিচ্যুত করার। অইদিন মাত্র মিনিট পঁয়তাল্লিশের নোটিশেই নাকি ওপার বাংলা ছাড়তে বাধ্য হন মুজিবকন্যা। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে’র দিকে রওনা উন্মত্ত জনতা ধেয়ে যেতে দেখে জাতির উদ্দেশে ‘শেষ বার্তা’ দেওয়ার অনুমতি পর্যন্ত হাসিনাকে দেয়নি ফৌজ। তখনই কার্যত প্রাণ বাঁচাতে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা।