প্রতিবেদন : দুর্ভোগের পর দুর্ভোগ। শিয়ালদহ (Sealdah) মেন লাইন ও হাওড়ার কর্ড লাইনে। কাল রবিবার বেলানগর স্টেশনে জরুরি মেরামতির কারণে কর্ড লাইনের সব লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে ছ’জোড়া দূরপাল্লার ট্রেন। শিয়ালদহ (Sealdah) মেন লাইনে শনিবার থেকেই বাতিল হয়েছে একাধিক লোকাল। রবিবারও বাতিল করা হয়েছে কয়েক জোড়া ট্রেন। সব মিলিয়ে দুর্ভোগ আর দুর্ভোগ। এই ট্রেন দুর্ভোগের মধ্যেই রবিবার রাজ্যে ডব্লুবিসিএস জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা। এজন্য মেট্রো বাড়তি ট্রেন দিয়েছে। কিন্তু শহরতলির ট্রেন বাতিল হওয়ায় প্রবল সমস্যায় পড়বেন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। বিশেষ করে শহরতলির পরীক্ষার্থীরা। পূর্ব রেলের তরফে বলা হয়েছে, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে হাওড়া কর্ড লাইনে দুটি বিশেষ ট্রেন চালানো হবে। বাকি সময় কোনও ট্রেন চলবে না। গত ৭ মার্চ থেকে শিয়ালদহ মেন লাইনে নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত থার্ড লাইনের কাজের জন্য টানা ১৫ দিনের বেশি একাধিক ট্রেন বাতিল ছিল। ওই কাজ শেষ হওয়ার পর সিগন্যাল ব্যবস্থা ভেঙে পড়েছে। শনিবার ও রবিবার একাধিক ট্রেন বাতিলের আগাম ঘােষণা করা হলেও শুক্রবার সন্ধ্যার পর থেকেই শিয়ালদহ মেন লাইনে ফের বিভ্রাট। হালিশহরে সিগন্যাল ব্যবস্থা বিকল হয়ে যায়। পরপর একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। বিভ্রান্ত হয়ে যাত্রীরা শিয়ালদহে ক্ষোভে ফেটে পড়েন। একাধিক ট্রেন বোর্ডে থাকলেও নির্দিষ্ট সময়ের ৩০-৪০ মিনিটে পড়ে ট্রেন ছাড়ছে। কখনও পরের ট্রেন আগে। আবার আগের ট্রেন পরে। দৌড়চ্ছেন যাত্রীরা। বিশেষ করে মহিলা ও শিশুরা। সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতি।
আরও পড়ুন: তফসিলি জাতি ও উপজাতিদের জন্য মানবিক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর