লন্ডন, ৪ এপ্রিল : বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর টেনিস তারকা থেকেই অবসরের গ্রহে ঢুকে পড়েছেন অ্যাশ বার্টি। সপ্তাহ দু’য়েকের মধ্যেই বার্টির ফেলে যাওয়া সিংহাসন দখল করলেন পোলিশ তারকা ইগা সুইয়াটেক। তিনিই এখন টেনিসে মেয়েদের সিঙ্গলসে এক নম্বর। কিন্তু বার্টির অবসর এখনও অবিশ্বাস্য লাগছে ২০ বছরের পোলিশ তারকার কাছে। মাত্র ২৫ বছর বয়সে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেও কেউ যে টেনিস ছেড়ে দিতে পারে, সেটা ভাবতেই পারছেন না ইগা। বললেন, তিনি রীতিমতো চোখের জল ফেলেছেন অস্ট্রেলীয় বার্টির অবসরের খবর শুনে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইগা বলেছেন, ‘‘আমি ৪০ মিনিট ধরে কেঁদেছি। আমার এই কান্না শুধুমাত্র অ্যাশের অবসরের কারণে। আমি জানতেই পারিনি যে, এমনটা হতে চলেছে। অ্যাশের অবসর আমাকে অবাক করেছে।’’ ইগার সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল বার্টির। বন্ধু এত কম বয়সে আচমকা টেনিসকে বিদায় জানানোয় হতবাক হয়ে যান ইগা। তিনি বলেন, ‘‘আমার একটা লক্ষ্য ছিল। ভেবেছিলাম আমরা ৩৫ বছর পর্যন্ত খেলে যাব। যদি না ফিটনেস সমস্যা হয় অথবা খুব তাড়াতাড়ি ক্লান্ত, অবসন্ন হয়ে না পড়ি। আমার সময় লেগেছে বার্টির অবস্থাটা বুঝতে। তবে অ্যাশ খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছে এবং আমি মনে করি, অনেক আবেগ জড়িয়ে ওর এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে।’’