ফোন ব্যবহার করে স্কুলে শাস্তি পেয়ে আত্মহত্যা

তবু বিধি না মেনেই নিজের কাছে ফোন রাখত চিরাং। জানতে পেরে স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

Must read

সোমবার অরুনাচল প্রদেশের (Arunachal Pradesh) আনজাও জেলার আমলিয়াং এলাকার একটি স্কুলের কাছে ঘটে যায় ঘটনা। স্কুলের নিয়ম অমান্য করে স্কুলের ভেতর ফোন ব্যবহার করছিল এক পড়ুয়া। জানতে পেরে তাকে শাস্তি দিল স্কুল কর্তৃপক্ষ। এর ফলেই সেই নাবালক নিল চরম সিদ্ধান্ত। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোর। মৃত কিশোরের নাম চিরাং ক্রি (১৫)। সোমবার সকালে স্কুলের কাছে লোহিত নদীর ধারে একটি গাছ থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং জানা যায় জামার পকেট থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। স্কুলে ফোন ব্যবহার করার জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি সুইসাইড নোটে ক্ষমাপ্রার্থনা করেছে চিরাং। চিরাংয়ের আত্মহত্যার ঘটনায় মর্মাহত স্কুলের প্রিন্সিপাল। যদিও ছাত্রের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-আষাঢ়ে বর্ষা এখন আষাঢ়ে গল্প, বহাল অস্বস্তিকর গরম

অরুনাচল প্রদেশের একটি স্কুলে দশম শ্রেণির ছাত্র চিরাং স্কুলের হস্টেলে থাকত। স্কুল চত্বরে ফোন ব্যবহার করার নিয়ম ছিল না। তবু বিধি না মেনেই নিজের কাছে ফোন রাখত চিরাং। জানতে পেরে স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। মনে করা হচ্ছে এমন এক শাস্তি কিশোর মেনে নিতে পারেনি। সে স্কুলেই পড়াশোনা করতে চায় জানিয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায়। রবিবার চিরাং এবং তার বাবার সঙ্গে কথা বলে তাকে স্কুলে পড়াশোনার অনুমতি দেওয়া হয়। তারপরেই রবিবার বিকেল থেকে নিখোঁজ চিরাং। এরপরেই তার দেহ পাওয়া যায় নদীর ধারে একটি গাছে।

Latest article