সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের একনম্বর গেটের সামনের সিগনালে শক্তিশালী বিস্ফোরণের রেশের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদের (Islamabad blast) জি-১১ সেক্টরের আদালত চত্বর। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সাড়ে ১২টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। ২০-২৫ জন আহত হয়েছেন বলে সূত্রের খবর। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা। বিস্ফোরণের ফলে চত্বরে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।
পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ আদালত চত্বরে পার্কিং এলাকায় পার্ক করা গাড়িতে বিস্ফোরণ (Islamabad blast) হয়। সিলিন্ডার বিস্ফোরণের পর গাড়িটিতে আগুন ধরে যায়। তার জেরে এলাকায় আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তা কর্মীরা আদালত চত্বরের কাছে বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়ায়। ছোটাছুটি করতে থাকেন ওখানে থাকা সবাই। ফলে বিশৃঙ্খলা দেখা দেয়।
আরও পড়ুন-খুন-ধর্ষণ-নরমাংস ভক্ষণ! নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বেকসুর খালাস সুপ্রিম কোর্টে
শক্তিশালী গাড়ি বিস্ফোরণে এখনও পর্যন্ত ১২জনের মৃত্যুর খবর মিলেছে। ২০-২৫ জন আহত হয়েছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর। প্রাথমিক তদন্ত অনুযায়ী, পার্ক করা গাড়ির ভিতরে লাগানো গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণটি ঘটেছে। এতটাই তীব্র ছিল যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। কাছাকাছি পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের বেশিরভাগই আইনজীবী এবং আদালতে কর্মরত কর্মী বলা জানা গিয়েছে।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…