কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর-কবি সুভাষ শাখায় যাত্রী দুর্ভোগ থামছেই না। এই লাইনে নতুন লাইনগুলির মতো গার্ডরেল না থাকায় বারবার আত্মহত্যার জন্য মেট্রোর লাইনকে বেছে নিচ্ছেন যাত্রীরা। ফলে দিনের যে কোনও সময়ে আচমকা আটকে পড়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে মেট্রোর যাত্রীদের। সোমবারও ভোগান্তি চাঁদনি চক মেট্রো স্টেশনে আত্মহত্যার জেরে।
সোমবার বেলা ১২টার কিছু পরে চাঁদনি চক মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরগামী লাইনে আচমকা ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁকে বাঁচাতে বন্ধ করে দেওয়া হয় তৃতীয় লাইনের বিদ্যুৎ পরিষেবা। ফলে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ব্যস্ত সময়ে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রো। দ্রুত উদ্ধারে তৎপর হয় মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ২০২৫ ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড
প্রায় আধঘণ্টার বেশি সময় মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে কবি সুভাষ ও ময়দান এবং দক্ষিণেশ্বর ও গিরিশ পার্কের মধ্যে মেট্রো চলাচল শুরু হয়। এরপরে ফের মেট্রোর ব্লু লাইনে গার্ডরেল বসানোর দাবি উঠেছে। পরীক্ষামূলকভাবে কালীঘাট মেট্রো স্টেশনে তা বসানো হলেও তা গ্রিন লাইন বা অন্যান্য লাইনের মতো কার্যকর নয় বলেই দাবি যাত্রীদের।