আত্মহত্যা বাড়ছে কলকাতা মেট্রোয়, মানলেন রেলমন্ত্রীও

কলকাতা মেট্রোয় আত্মহত্যার সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার তৃণমূল সাংসদ মালা রায়ের এক প্রশ্নের জবাবে কার্যত মেনে নিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Must read

প্রতিবেদন : কলকাতা মেট্রোয় আত্মহত্যার সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার তৃণমূল সাংসদ মালা রায়ের এক প্রশ্নের জবাবে কার্যত মেনে নিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মালা রায়ের লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী বলেন, ২০২৪ সালে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) সাতজন আত্মহত্যা করেছেন। গত পাঁচ বছরে এটাই সর্বোচ্চ। এই তথ্য তুলে ধরে রেলমন্ত্রী আরও বলেন, ২০২০ সালে ১ জন, ২০২২ সালে ৫ জন, ২০২৩ সালে ৪ জন এবং চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা মেট্রোয় ২ জন আত্মহত্যা করেছেন৷ এই আত্মহত্যা ঠেকাতে কী কী পদক্ষেপ গ্রহণ করছে মোদি সরকার, প্রশ্ন তোলেন, দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়৷

আরও পড়ুন-রায়গঞ্জের মাঠে টর্নেডো

এই প্রসঙ্গেই তিনি জানতে চেয়েছিলেন, কলকাতা মেট্রোর সব স্টেশনে স্লাইডিং দরজা বসানোর কোনও পরিকল্পনা রেলমন্ত্রকের আছে কি না? প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, শিয়ালদহ থেকে সেক্টর ৫ পর্যন্ত ১২টি স্টেশনের সব ক’টিতেই বসানো হয়েছে স্লাইডিং ডোর৷ এর পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটের সব স্টেশনে স্লাইডিং ডোরের বিকল্প গার্ডরেল বসানোর পাইলট প্রোজেক্ট শুরু করা হচ্ছে। কালীঘাট স্টেশনে এরই মধ্যে এই পাইলট প্রোজেক্টের কাজ শুরু হয়ে গিয়েছে। রেলমন্ত্রীর এই দাবির পর প্রশ্ন উঠছে, আত্মহত্যা ঠেকানোর জন্য কার্যকরী স্লাইডিং ডোর না বসিয়ে মেট্রোর সব স্টেশনে গার্ডরেল বসানো হলে আত্মহত্যা কতটা ঠেকানো যাবে?

Latest article