ইডেনে পছন্দের উইকেট বানিয়ে এবার সুজন মুখার্জির (Sujan Mukherjee) ডাক পড়ল ওড়িশার বরাবটি স্টেডিয়ামে (Barabati Stadium)। ১২ জুন সেখানে দক্ষিণ আফ্রিকার (South Africa) সঙ্গে ভারতের টি-২০ ম্যাচ। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ওড়িশা ক্রিকেট সচিব সঞ্জয় বেহেরা মাঠের নতুন কভার ও অন্যান্য দরকারে সিএবির সাহায্য চেয়েছেন। ওড়িশা ক্রিকেট সংস্থার সঙ্গে সিএবির সম্পর্ক যেহেতু যথেষ্ট ভাল, তাই তাঁরা ইডেন কিউরেটর সুজনকে (Sujan Mukherjee) এই ম্যাচের জন্য বরাবটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে, সিএবিতে আরও সিদ্ধান্ত হয়েছে যে, প্রথম ডিভিশন লিগের সেমিফাইনাল ও ফাইনাল যেহেতু রঞ্জি ক্রিকেটাররা ফিরে আসার পর হবে তাই, কিছু প্লেয়ারকে নিয়ে এখানে মাল্টি ডে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে। এতে ম্যাচ প্র্যাকটিস যেমন হবে, তেমনই নিজের প্রতিভাকেও সবার সামনে তুলে ধরা যাবে। সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বক্তব্য হল, এদের অনেকেই অল্পের জন্য বাংলা দলে নির্বাচিত হয়নি। কিন্তু এ-ধরনের ম্যাচ খেলতে পারলে তারাও প্রস্তুত থাকবে।
আরও পড়ুন: কমনওয়েলথে অনিশ্চিত মনিকারা