বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের প্রচারে দমকলমন্ত্রী

সন্দেশখালির মানুষের কিছু সমস্যা ছিল। তাঁদের নানা দাবিও ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দাবি পূরণ করেছেন। সন্দেশখালি আজ শান্ত।

Must read

সংবাদদাতা, বাগদা : সন্দেশখালির মানুষের কিছু সমস্যা ছিল। তাঁদের নানা দাবিও ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দাবি পূরণ করেছেন। সন্দেশখালি আজ শান্ত। বাগদাতেও যদি কোনও সমস্যা বা উন্নয়ন বাকি থাকে তাও পূরণ করবেন মুখ্যমন্ত্রী। আগামী ১০ তারিখ ভোটপর্ব মিটে গেলে আপনাদের দাবিমতো কাজ শুরু হবে। এই নির্বাচনে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে আর্শীর্বাদ করুন। যদি কোনও ক্ষোভ, বিক্ষোভ থাকে মানুষের দরজায় যান, গিয়ে মিটিয়ে ফেলুন। দিদির একজন সৈনিক হিসেবে আমি কথা দিচ্ছি, ভোট মিটে গেলে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বুধবার বাগদা উপনির্বাচনের প্রচারে বুথে বুথে গিয়ে এই প্রতিশ্রুতিই দিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার উপনির্বাচন আগামী ১০ জুলাই। ইতিমধ্যেই জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

আরও পড়ুন-বিধবা, বার্ধক্য ও বিশেষভাবে সক্ষম ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত

বুধবার রাজ্যের দমকলমন্ত্রী তথা বাগদার বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত বসু হেলেঞ্চা পঞ্চায়েত এলাকায় বুথে বুথে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক করেন। কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি। কোনও ভুলত্রুটি থাকলে শুধরে নিতে বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু আরও বলেন, বুথ শক্তিশালী হলে দল শক্তিশালী হবে। সেই কারণে আজ আমি বুথে বুথে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেছি। বাগদা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর বিপুল ভোটে জিতবেন বলেও জানিয়ে দেন সুজিত বসু।

Latest article