পুজোর পরে এই সময়টায় আমি মশগুল হয়ে থাকি বিভিন্ন পত্রিকার পুজো সংখ্যা নিয়ে। ছোটবেলার স্মৃতি মনে জাগে। তখন বাড়িতে পুজো সংখ্যাগুলো এলেই আমরা পাঁচ ভাইবোন কাড়াকাড়ি ফেলে দিতাম। পড়তাম সময় বেঁধে নিয়ে। সেই উন্মাদনা এখনও কাজ করে। যদিও দীর্ঘদিন কাজের মধ্যে থাকার ফলে পড়াশোনার ধৈর্য কিছুটা হলেও চলে গিয়েছিল।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সান্নিধ্যই বড় পাওনা : ব্রজ
সম্প্রতি অবসর নেওয়ার পরে এখন বই এবং গান আমার সর্বকালের সঙ্গী। এই বছর বিখ্যাত পত্রিকার পুজো সংখ্যাগুলো পড়া হয়ে গেছে। কথাসাহিত্য আমার খুব প্রিয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার আমি খুব ভক্ত। ভাললাগে নবনীতা দেবসেনের লেখা। এই মুহূর্তে পড়ছি তাঁর ‘ভালোবাসার বারান্দা’।
আরও পড়ুন-তৃণমূল নেত্রীকে হুমকি বিজেপির
নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর লেখাও আমার খুব প্রিয়। তাঁর ‘মহাভারতের অষ্টাদশী’ পড়ব। এর পাশাপাশি অনিতা অগ্নিহোত্রীর ‘মহানদী’ পড়ব। সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প-উপন্যাস পড়তে আমার খুবই ভাল লাগে। সময় পেলেই পড়ি।