মুখ্যমন্ত্রীর সফরের আগেই তৃণমূলে যোগ সন্দেশখালির সুজয় মাস্টারের

লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। গোহারা হেরেছে। তারপরই নিজের ভুল বুঝতে পেরে সুজয় মাস্টার ফিরলেন তৃণমূলে।

Must read

প্রতিবেদন : বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক গুরু সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। গোহারা হেরেছে। তারপরই নিজের ভুল বুঝতে পেরে সুজয় মাস্টার ফিরলেন তৃণমূলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি সফরের আগেই তৃণমূলে যোগদান করলেন তিনি। রবিবার সন্ধেয় সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে এসে দলের পতাকা তুলে নেন সুজয়।

আরও পড়ুন-বাঘ-বন্দি : টিমওয়ার্ককে সাধুবাদ মুখ্যমন্ত্রীর

সুজয় মাস্টারের তৃণমূল কংগ্রেসে যোগদানের পরে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, উনি মাস্টার, ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে শামিল হয়েছেন তৃণমূলে। সাধুবাদ জানাচ্ছি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুজয় মাস্টারের হাতে দলীয় পতাকা তুলে দেন শাসক দলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক৷ সন্দেশখালির অন্যতম মুখ তৃণমূলে যোগ দেওয়ার পর রীতিমতো উজ্জীবিত শাসক শিবির৷ সুজয় মাস্টারের মতো নেতা তাদের শিবিরে যোগ দেওয়ায় সন্দেশখালিতে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে৷ তৃণমূলে যোগ দিয়ে সুজয় মণ্ডল বলেন, সন্দেশখালি শান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে পরিষেবা প্রদান করেছেন। উন্নয়নের রূপরেখা তৈরি করে দিয়েছেন। প্রথম কোনও মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে এলেন উন্নয়নের ডালি সাজিয়ে। মুখ্যমন্ত্রীর কাজে আস্থা রেখেই তৃণমূলে এলাম। সন্দেশখালির উন্নয়নে কাজ করতে চাই। তৃণমূলের বক্তব্য, সুজয় মাস্টারের মতো সন্দেশখালির অনেকেই ভুল বুঝতে পারবেন, ফিরবেন তৃণমূলেই।

Latest article