প্রতিবেদন : সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা নিয়ে এখনও দ্বিধায় বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। সংসদে আইন পাশ করিয়েও আজ পর্যন্ত দেশে তা কার্যকর করতেও পারেনি মোদি সরকার। হায়দরাবাদে সদ্যসমাপ্ত বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের খসড়া প্রস্তাবের কোথাও সিএএ নিয়ে একটা শব্দও খরচ করা হয়নি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও সাংবাদিক বৈঠকে এ নিয়ে কিছু বলেননি।
আরও পড়ুন-কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে অফলাইনে
এই অবস্থায় হায়দরাবাদ থেকে ফিরে মঙ্গলবার রাজ্যে এসে সিএএ নিয়ে অদ্ভুত দাবি করে বসলেন রাজ্য বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি হঠাৎই দাবি করে বসেন, চব্বিশের আগেই সিএএ চালু হয়ে যাবে। তাঁর এই দাবি শুনে রাজ্য বিজেপির অন্দরেই অনেকে মুচকি হাসছেন। যা কার্যকর করা নিয়ে খোদ দলের শীর্ষ নেতাই দ্বিধায়, সেখানে সুকান্ত মজুমদার কী করে এ কথা বলছেন উঠছে প্রশ্ন। ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ সুকান্তের এই দাবি নিয়েও তীব্র কটাক্ষ করেছে তৃণমূল শিবির। সবারই প্রশ্ন, চব্বিশের আগে যে সিএএ চালু হচ্ছে এই তথ্য কোথা থেকে পেলেন সুকান্ত মজুমদার।