প্রতিবেদন : বিজেপি (BJP) মানুষের থেকে বিচ্ছিন্ন। বিশেষ করে গ্রামবাংলায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে বিজেপি সব কেন্দ্রে প্রার্থী দিতে পারবে না। রবিবার তা মেনেই নিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বরং তিনি বাম ও কংগ্রেসেরই হাত ধরতে চান। এরকমই ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ তাঁর কথায় আরও স্পষ্ট হয়ে গেল বাংলায় রাম-বাম-শ্যামের জোটের পথেই এগোতে চাইছে পদ্ম শিবির। আর এই নিয়েই কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার তিনি বলেন, আমরা আগে থেকেই বলছি মানুষ ওদের সঙ্গে নেই। বিজেপি রাজ্য সভাপতি দেখান কোন কেন্দ্রে কতজন প্রার্থী তাঁরা করছেন, তাঁদের নাম ও ঠিকানা। জানি ওঁরা ওসব পারবেন না। ত্রিস্তরীয় পঞ্চায়েতে মোট প্রার্থীর সংখ্যা ৭৩ হাজার। সুকান্ত (Sukanta Majumdar) মেনে নিয়েছেন তাঁদের এত প্রার্থী দেওয়া সম্ভব নয়। অর্থাৎ সহজ স্বীকারোক্তি বিজেপির সংগঠনই নেই। তিনি বলেন, যেখানে পারব সেখানে প্রার্থী দেব। বাকি আসনে কী হবে? তাঁর ইঙ্গিতপূর্ণ বক্তব্য, দেখুন না কী হয়। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে রাম-বাম-শ্যামের জোট তত্ত্ব। যা প্রথম থেকেই বলছে তৃণমূল।
আরও পড়ুন-আধার সংযুক্তিতে এগিয়ে গেল বাংলা