পোস্ট মুছে সুখেন্দুর আর্জি কড়া ব্যবস্থা নেবেন না

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভুল হয়েছে, আমার বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়! হাইকোর্টে ভুল স্বীকার করে এমনটাই জানালেন সুখেন্দুশেখর রায়

Must read

প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভুল হয়েছে, আমার বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়! হাইকোর্টে ভুল স্বীকার করে এমনটাই জানালেন সুখেন্দুশেখর রায়। পাশাপাশি, রাজ্যের প্রস্তাবে সাড়া দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও মুছলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সাংসদের করা মামলার শুনানি ছিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে। সেই শুনানিতেই সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে করা পোস্টটি মুছে ফেলার প্রস্তাব দেয় রাজ্য। সেই প্রস্তাব মেনেও নেন সুখেন্দুশেখর রায়ের আইনজীবী। তাঁর আবেদনের ভিত্তিতে হাইকোর্টে রাজ্য আশ্বাস দিয়েছে, বর্ষীয়ান তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। মামলাটির পরবর্তী শুনানি রয়েছে বুধবার। তার আগেই এদিন এক্স হ্যান্ডেলে নিজের পোস্টটি ডিলিট করে দেন সুখেন্দুশেখর রায়।

আরও পড়ুন-লুসানে নীরজের বড় চ্যালেঞ্জ সেই পিটার্স

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শহর তথা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই প্রতিবাদকে সমর্থন জানিয়ে রবিবার সকালে এক্স হ্যান্ডেলে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে দু’বার লালবাজারে তলব করা হলেও তিনি যাননি। বরং হাইকোর্টের শরণাপন্ন হয়ে মামলা করেন তিনি। মঙ্গলবার সেই মামলার শুনানিতে ওই পোস্ট করা ভুল হয়েছে বলে স্বীকার করেন সাংসদের আইনজীবী। একইসঙ্গে আপাতত সুখেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানান বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তিনি বলেন, দুই পক্ষের সহমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে। তাই আদালত আপাতত এই মামলায় হস্তক্ষেপ করছে না। তবে বুধবারের শুনানিতে রাজ্য সরকারকে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Latest article