প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন চলতি বছরে ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি (Summer Vacation) পড়বে। এবার সেই মর্মেই নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা দফতর জানিয়ে দিয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে। পরবর্তী নির্দেশিকা পর্যন্ত বন্ধ থাকবে স্কুলগুলো।
এদিকে, বেশিদিন গরমের ছুটির (Summer Vacation) কারণে যাতে পঠন-পাঠনের ঘাটতি না হয় সেই কারণে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে পূরণ করতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।
আরও পড়ুন- এ কী হাল বিজেপি শাসিত রাজ্যের! হরিয়ানায় বেলাগাম কন্যাভ্রুণ হত্যা, কাঠগড়ায় ৩০০ স্বাস্থ্যকেন্দ্র
প্রসঙ্গত তীব্র গরম ও তাপপ্রবাহের পূর্বাভাস থাকায় সরকারি স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসের ২য় সপ্তাহের পরিবর্তে ৩০ এপ্রিল থেকেই প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে বলে জানান তিনি। বেশি গরমের কারণে পড়ুয়া এবং শিক্ষকদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যাতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কোনও অসুবিধা না হয়।