প্রতিবেদন: গরম থেকে রেহাই নেই শহর কলকাতার। একই অবস্থা গোটা দক্ষিণবঙ্গের। বেলা বাড়লেই হাঁসফাঁস করছেন মানুষ। দেখা নেই বৃষ্টির। রাজ্যে ঢুকে উত্তরবঙ্গেই গত কয়েকদিন ধরে আটকে রয়েছে বর্ষা। দিনের বেলা দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এই অবস্থায় পড়ুয়াদের জন্য গরমের ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হল। ১৫ জুন নয়, আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে বলে জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর। সোমবার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ২৬ জুন পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হল। ছুটি শেষে আগামী ২৭ তারিখ থেকে স্কুল খুলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন-বিরোধী নেতার মিথ্যাচার, আন্দোলনে নামছে তৃণমূল
শুধুমাত্র সরকারি স্কুলগুলিতেই নয়, বেসরকারি স্কুলগুলিকেও এই নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ-বছর অত্যধিক গরমে এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি। এই সপ্তাহেই স্কুল খোলার কথা ছিল। কিন্তু রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি এবং অনেকের অসুস্থ হয়ে পড়ার পর আর কোনও ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। ঘটনার পরে মুখ্যমন্ত্রী স্কুলের পড়ুয়াদের সুরক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসেন তিনি। সোমবার তার ভিত্তিতেই এই পদক্ষেপ করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।