প্রতিবেদন : দীর্ঘ গরমের (Summer Vacation) ছুটির পর বৃহস্পতিবার থেকে রাজ্যের সব সরকারি স্কুল খুলতে চলেছে। স্কুল (Schools) খোলার আগে জেলা শিক্ষা আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশিকা দিয়ে সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে স্কুল খোলার সঙ্গে সঙ্গেই সিলেবাস শেষ করতে অতিরিক্ত ক্লাস করানোর জন্য মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করেছে। এছাড়া দীর্ঘ ছুটির পরে স্কুল খুলতে চলেছে, তার জন্য সরকারের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলগুলির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। যাতে বিভিন্ন মশাবাহিত রোগ যেমন ডেঙ্গি, ম্যালেরিয়া ইত্যাদি আটকানো সম্ভব হয়। স্কুল চত্বরের মধ্যে কোথাও যেন কোনও জঞ্জাল বা ময়লা জমে না থাকে। স্কুল চত্বরে যেন জল জমার মতো কোনও পরিস্থিতি তৈরি না হয়। এছাড়াও শিক্ষা দফতরের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন শিক্ষক-শিক্ষিকাদের তা অবশ্যই মানতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে প্রধান শিক্ষকদের অনুরোধ করা হয়েছে পঞ্চায়েত ভোটে সহযোগিতা করার জন্য। যা নিয়ে সরকার বিরোধী শিক্ষক সংগঠনগুলি আপত্তি তুলেছে। গত ২ মে থেকে গরমের ছুটি (Summer Vacation) শুরু হয়। গত সপ্তাহে স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য শিক্ষা দফতর। খোলার আগে স্কুলকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা, মিড ডে মিল পরিষেবা চালুর প্রস্তুতি-সহ বিভিন্ন নির্দেশ দেয় বিজ্ঞপ্তিতে। ঠিক তারপরই রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হয়। এরপর জেলা শিক্ষা আধিকারিকদের দফতর থেকে আরও একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় স্কুলের প্রধান শিক্ষকদের।
আরও পড়ুন- নির্যাতনের অভিযোগ, ইডির জালে তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী