প্রতিবেদন : সন্ধ্যার দিকে তাপমাত্রা মনোরম থাকলেও সকাল হলেই চড়চড়িয়ে বাড়ছে পারদ। কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা খানিকটা কমলেও ফের ঊর্ধ্বমুখী পারদ। গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। গরমের দাপট শুরু হচ্ছে পুনরায়।
আরও পড়ুন-সীমান্তে বিএসএফের ব্যর্থতা নিয়ে উদয়ন গুহের পোস্ট
উত্তরের উপরের দিকে তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও উত্তরের জেলাতেও বৃদ্ধি পাবে তাপমাত্রা। তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সেখানে। তবে আপাতত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ সপ্তাহেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে তাপমাত্রা।