শুনানিতে তলব দেবকেও

Must read

প্রতিবেদন : রাজ্য জুড়ে চলছে এসআইআরের শুনানি। সেই সঙ্গে জারি আমজনতার হয়রানি ও হেনস্থা। এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন তৃণমূলের সাংসদ-অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব (dev)। দেবের সঙ্গেই ডাক পেয়েছেন তাঁর পরিবারের আরও ৩ জন সদস্য। এ-ছাড়াও শুনানিতে ডাকা হয়েছিল টলিপাড়ার তারকা-দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবনি সরকারকেও। ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকেও নোটিশ ধরিয়েছে কমিশন৷ সোমবার, সাংসদ-অভিনেতার আবাসনে এসআইআর-শুনানির নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এন্যুমারেশন ফর্মের নিচের অংশে ২০০২ সালের ভোটার লিস্টের তথ্য পূরণ করা হয়নি বলে অভিযোগ। একই কারণে দেব যে আবাসনের বাসিন্দা তার অনেকেই শুনানির নোটিশ পেয়েছেন। এই নোটিশ নিয়ে অবশ্য দেব বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এই ঘটনা সামনে আসতেই কমিশনকে তীব্র আক্রমণ করে তৃণমূল। তাঁদের অভিযোগ, হেনস্থা করতেই একজন ব্যস্ত অভিনেতা এবং তিনবারের সাংসদকে এভাবে ডেকে পাঠানো হয়েছে। জন্মস্থান ঘাটাল থেকে দেব (dev) তিনবারের সাংসদ। তাঁকেও এখন নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে! প্রশ্ন তুলেছে তৃণমূল। তবে তিনি শুনানিতে হাজিরা দেবেন কিনা তা জানা যায়নি।

আরও পড়ুন-”মিথ্যা কথা বলে গেলেন, আমি ক্ষমা করে দিলাম”, নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

Latest article