প্রতিবেদন : আরজি কর (R G Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিবাদের নামে ভাঙচুরের ঘটনায় তলব করা হল ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ মোট ৭ জন বাম ছাত্র ও যুবনেতাকে। শনি ও রবিবার তাঁদের তলব করেছে লালবাজারের গুণ্ডাদমন শাখা। কলকাতা পুলিশ আরজি করে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে তড়িঘড়ি লালবাজারে ডেকে পাঠায়। হামলাকারীদের সঙ্গে ডিওয়াইএফআই ও এসএফআই কর্মী-সমর্থকদের যোগসাজশ রয়েছে কি না খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ। হামলাকারীদের সঙ্গে তাঁদের সরাসরি কোনও যোজসাজশ না থাকলেও ডিওয়াইএফআইয়ের নেতা-কর্মীরা পতাকা হাতে তাদের প্ররোচনা দেয়। বুধবার রাতে রাত দখলের নামে হামলাকারীদের তাণ্ডবের জেরে নতুন করে অশান্ত হয়ে ওঠে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হামলাকারীদের মধ্যে অনেককেই সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের পতাকা হাতে দেখতে পাওয়া গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই নিন্দার মুখে পড়তে হয়েছে বামেদের। অন্যদিকে, হামলার ঘটনায় ইতিমধ্যেই ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। শুক্রবারই আরজি কর-কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে রাজপথে নামেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আরজি করে হামলার পিছনে হাত রয়েছে বাম-রাম জোটের।
আরও পড়ুন-আরজি কর-কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি, রাম-বাম চক্রান্ত নিয়ে হুঁশিয়ারি, প্রতিবাদে উত্তাল বাংলা