প্রতিবেদন : একদিকে ত্রিপুরায় (Tripura) যখন বিজেপি (BJP) সরকারের গুন্ডামি রাস্তায় নেমে এসেছে, তখন রবিবার বিকেলে জরুরি ভিত্তিতে তৃণমূল কংগ্রেস দলের সমস্ত সাংসদকে দিল্লিতে যেতে নির্দেশ দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই বৈঠক হয়।
আরও পড়ুন-বিশ্বকাপের জ্বালা জুড়িয়ে হোয়াইটওয়াশ
বৈঠক থেকে সোমবারের কর্মসূচিও তৈরি হয়েছে। এদিকে আজ, সোমবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা আছে। এছাড়াও রাজ্যের দাবি ও বকেয়া নিয়ে কথা হবে। আলোচনা হবে সমমনোভাবাপন্ন দলগুলির নেতৃত্বের সঙ্গে। সাংসদদের সঙ্গে বৈঠক করে শীতকালীন অধিবেশনে দলের লড়াইয়ের অভিমুখ তৈরি করে দেবেন তৃণমূলনেত্রী।