প্রতিবেদন: জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। আর ভারতের মাটিতে দাঁড়িয়েই এবার খালিস্তানিদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তিনি। জানিয়ে দিয়েছেন, আর যাই হোক কোনওভাবেই বরদাস্ত করা হবে না খালিস্তানি বিচ্ছিন্নতাবাদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুনক বলেন, খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে ভারত সরকারের সঙ্গে কাজ করছে ব্রিটেন। ইতিমধ্যেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ভারতের কথা হয়েছে।
আরও পড়ুন-জাল জাতিগত শংসাপত্র রুখতে আরও কঠোর প্রশাসন, শুধুমাত্র জেলাশাসকই দেবেন শংসাপত্র
সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করতে দু’দেশকেই সমানভাবে এগিয়ে আসার দাবি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, আর যাই হোক খালিস্তানি সন্ত্রাসকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, খালিস্তানিদের সন্ত্রাস নিয়ন্ত্রণে তহবিল গড়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। নতুন তহবিলের জন্য প্রাথমিকভাবে ৯৫ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত মার্চ মাসে লন্ডনের ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালায় খালিস্তানিরা। তারপরেই এই সিদ্ধান্ত নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।