বঙ্গ

বাড়ি পৌঁছলেন সোনালি, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

শুক্রবারই দেশে ফিরেছিলেন। আর তখন থেকেই মেয়ের ঘরে ফেরার জন্য অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করছিল অন্তঃসত্ত্বা সোনালি খাতুনের (Sunali Khatun) পরিবার। শনিবার বেলায় নিজের নাবালক ছেলেকে নিয়ে পাইকরের বাড়িতে পৌঁছলেন সোনালি। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাঁর বাড়িতে পৌঁছানোর সব ব্যবস্থা যেমন করা হয়, তেমনই এরপর অন্তঃসত্ত্বা সোনালির চিকিৎসার জন্য তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, জানান তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম।

শনিবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ থেকে ছাড়া পান সোনালি খাতুন। শুক্রবার রাতে নাবালক ছেলেকে নিয়ে সেখানেই ছিলেন তিনি। সেখানে পৌঁছে গিয়েছিলেন তাঁর বাবা ভুদু শেখও। হাসপাতালে বসে দেশে ফেরানোর জন্য সোনালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। এরপরই তাঁকে ও তাঁর ছেলেকে বীরভূমের মুরারইয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন-বালুরঘাট আদালতে ৫ বছরে ১৫-র বেশি দোষীর যাবজ্জীবন, বিরোধীদের অভিযোগ ধোপে টিকল না

মুরারইয়ের পাইকর গ্রামে সোনালিকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিল কার্যত গোটা গ্রাম। পরিবারের মানুষের উষ্ণ অভ্যর্থনায় চোখে জল সোনালির। আনন্দাশ্রু দেখা যায় পরিবারের অন্যান্যদেরও। তবে একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অন্যদিকে দায়বদ্ধতা থেকে সোনালির (Sunali Khatun) চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে রাজ্য প্রশাসন। সাংসদ সামিরুল ইসলাম জানান, সোনালিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হল। সেখানে চিকিৎসকরা তাঁকে নিয়ে যা সিদ্ধান্ত নেবেন তেমন নির্দেশ মেনে চলা হবে সোনালির স্বাস্থ্যের দিকে নজর রেখে। সেই মতো গ্রামে সামান্য অপেক্ষার পর সেই একই অ্য়াম্বুল্যান্সে সোনালিকে রামপুরহাট হাসপাতালে এদিন নিয়ে যাওয়া হয়।

মালদহ মেডিক্য়াল কলেজেই সোনালিকে প্রশ্ন করা হয়, যেভাবে পরিযায়ী শ্রমিক হিসাবে দিল্লিতে গিয়ে সপরিবারে তাঁরা কাজ করতেন, সেই পরিস্থিতি কী আবার হতে পারে? তাঁরা কী দিল্লিতে আবার ফিরে যাবেন? সোনালির স্পষ্ট জবাব, না। তাঁরা আর দিল্লিতে কাজের জন্য যাবেন না।

যেখানে রাজ্যেই তাঁদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বাংলার মানুষ ক্রমশ ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করা বন্ধ করে দিচ্ছেন। সোনালিদের ক্ষেত্রেও যে তেমন হলে সমস্যা নেই, স্পষ্ট করে দেন সামিরুল। তিনি জানান, রাজ্য সরকারের সব রকম প্রকল্পের সুবিধা পাবেন সোনালি। সেই সঙ্গে রাজ্য সরকারের শ্রমশ্রী প্রকল্পের অধীনে কাজের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর যে সব সামাজিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, সব ক্ষেত্রেই সুবিধা পাবেন সোনালি।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago