প্রতিবেদন : কলকাতায় প্রস্তুতি শিবির শেষে বুধবার সন্ধ্যার বিমানে থাইল্যান্ড রওনা হল ভারত। রাতের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন সুনীল ছেত্রীরা। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই ম্যাচের এক সপ্তাহ আগেই থাইল্যান্ড-যাত্রা ভারতীয়দের। ৪ জুন ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে থাইল্যান্ডের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। পাথুম থানির থাম্মাসাট স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ। যে ২৮ জন ফুটবলার শিবিরে ছিলেন, তাঁদের প্রত্যেককে নিয়েই ব্যাঙ্কক গিয়েছে মানোলো মাকুয়েজ রোকার দল। থাইল্যান্ড ম্যাচ খেলে পরের দিন ৫ জুন ভারতীয় দল হংকং উড়ে যাবে। সেখানে ১০ তারিখ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে অ্যাশলে ওয়েস্টউডের হংকংয়ের বিরুদ্ধে খেলবে মানোলোর ভারত।
আরও পড়ুন-অন্ধ্রপ্রদেশে পণ্যবাহী ট্রেনের ২৫টি কামরা লাইনচ্যুত
সুহেল ভাটের মতো তরুণ প্রতিশ্রুতিমান ফরোয়ার্ড প্রথমবার জাতীয় দলের সঙ্গে সফর করছেন। মোহনবাগানের এই কাশ্মীরি ফুটবলারের জাতীয় দলে অভিষেকের সম্ভাবনাও রয়েছে। থাইল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের সাত দিন আগেই সেখানে পৌঁছতে চেয়েছিলেন কোচ মানোলো। লক্ষ্য ছিল, সেখানে দিন পাঁচেক অনুশীলন করে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। থাইল্যান্ডের মতোই আবহাওয়া হংকংয়ে। তাই গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে নিজেদের সব দিক থেকে তৈরি রাখাই লক্ষ্য মানোলোর।
কলকাতায় ১৯ মে থেকে ছ’দিনের প্রস্তুতি পর্ব সেরেছে দল। সকালে জিম সেশনের পর সন্ধ্যায় মাঠে বল নিয়ে অনুশীলন হয়। সোম ও মঙ্গলবার দু’দিন দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল এবং উত্তর ২৪ পরগনা জেলা একাদশকে মানোলোর ভারত হারালেও চিন্তার অনেক জায়গা রয়েছে। অ্যাটাকিং থার্ডে আক্রমণ সেভাবে দানা বাঁধছে না। গোলের সুযোগও নষ্ট হচ্ছে। হংকং ম্যাচের আগে দলকে কতটা তৈরি করে নিতে পারেন মানোলো, সেটাই দেখার।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…